ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পরে আবার ইভিএম বনাম ব্যালট পেপারে ভোট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও সরকারিভাবে বলা হচ্ছে, ইভিএমে যদি গোলমাল থাকে তাহলে তা ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র, দুটো রাজ্যেই থাকবে, বিরোধীদের অভিযোগ মতো এক রাজ্যে ইভিএন ঠিক আর অন্য রাজ্যে যান্ত্রিক গোলযোগ হয়েছে, তা তো বলা যাবে না। কিন্তু, তাও বিতর্ক থামছে না।
by পাশারুল আলম | 25 November, 2024 | 499 | Tags : EVM VVPAT Ballot Maharashtra Assembly Election